Child pornography: “মেঘ-চক্র” - শিশু পর্নোগ্রাফি রুখতে দেশজুড়ে সিবিআই হানা

Saturday, September 24 2022, 10:00 am
highlightKey Highlights

চাইল্ড পর্নোগ্রাফির উপর প্যান-ইন্ডিয়া ক্র্যাকডাউনে, সিবিআই 'মেঘচক্র'-এর অধীনে ৫৬টি স্থানে অভিযান চালায়।


২০১৯ সালে নেটপাড়ায় শিশু পর্নোগ্রাফির রমরমা রুখতে বিশেষ সেল গড়েছিল কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)। এরপরেও দুষ্টচক্রের কাজকর্ম পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। এই অবস্থায় ইন্টারনেটে শিশু পর্নোগ্রাফির দৌরাত্ম্য রুখতে শনিবার বড় পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Child pornography
Child pornography

CBI সূত্রে খবর, ইন্টারপোলের নিউজিল্যান্ড ইউনিট সম্প্রতি শিশু পর্নোগ্রাফির বিষয়ক বেশকিছু তথ্য ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পাঠায়। এই অভিযানের সাঙ্কেতিক নাম ছিল ‘অপারেশন মেঘ-চক্র’ (Megha Chakra)। যে চক্রগুলি শিশু পর্নগ্রাফি নেটদুনিয়ায় ছড়িয়ে থাকে, তাদের চিহ্নিত করাই ছিল এই অভিযানের উদ্দেশ্য। সব সময় গোষ্ঠীতে নয়, একক ব্যক্তিও ইন্টারনেটে শিশু পর্নগ্রাফি ছড়িয়ে দেওয়ার কাজ করছে বলে জানা গিয়েছে। এর জন্য গত কয়েক সপ্তাহ ধরে সাইবার নজরদারি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এতে একাধিক মোবাইল ও কম্পিউটারের শিশু পর্নোগ্রাফি লেনদেন সংক্রান্ত তথ্য মেলে। এদিন দেশের মোট ২০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৬টি ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়েছে CBI।

Trending Updates

কয়েক বছর আগেই পর্নসাইটের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল নয়াদিল্লি৷ ভারতবর্ষে বন্ধ হয়েছিল ৮২৭টি পর্ন সাইট। যার জেরে অলীক সুখ থেকে বঞ্চিত হতে হয় ভারতের লক্ষ লক্ষ পর্নপ্রেমীকে। এমন পদক্ষেপের পরে, ‘শিশু যৌন নিগ্রহ এবং যৌন শোষণ বিরোধী’ সেলের নজরদারির পরেও শিশু পর্নগ্রাফি ঠেকানো যাচ্ছে না। সেই কারণেই ফের অভিযান চালাল সিবিআই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File