ফ্যাশন দুনিয়ায় কিভাবে ২০২০ সালে 'শাড়িতেই নারী' সাফল্যতা পেয়েছে, চলুন জেনে নেওয়া যাক

Thursday, December 24 2020, 9:28 am
highlightKey Highlights

বাজারে রয়েছে অনেক রকমের পোশাক, জিন্স-টপ থেকে শুরু করে কুর্তি-সালোয়ার, শাড়ি ইত্যাদি। তবে যতই শাড়ির আঁচল সামলাতে বা কুঁচি ধরতে নাভিশ্বাস উঠুক না কেন ভারতীয় পোশাক হিসেবে শাড়ির ধারেকাছে যে কেও আসতে পারবে না তা সকলেই স্বীকার করেছেন। ২০২০ সালে শাড়ির রমরমা যা এক অন্যতম ফ্যাশন ট্রেন্ড। ফিরে এসেছে সিল্কের শাড়ি, তবে ট্রাডিশনাল লুকে। এই বছর সঙ্গে যুক্ত হয়েছে নানা স্টাইলের বেল্ট, যাতে নারীরা সেজে উঠছেন এক অন্য লুকে। এমনকি, শাড়িকেই অন্যতম ফ্যাশন ট্রেন্ড হিসেবে চিহ্নিত করেছেন আলিয়া ভাট থেকে কৃতি শ্যাননরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File