Santosh Trophy | ঘোষিত হলো সন্তোষ ট্রফির মূল পর্বের গ্রুপ বিন্যাস, চ্যাম্পিয়ন বাংলার বিপক্ষে খেলতে নামছে কারা?

২১ জানুয়ারি থেকে শুরু হবে এই ট্রফির মূল পর্ব। ঐতিহ্যশালী এই ফুটবল প্রতিযোগিতা হবে অসমে।
অবশেষে ঘোষিত হলো সন্তোষ ট্রফির মূল পর্বের গ্রুপ বিন্যাস। ২১ জানুয়ারি থেকে অসমে শুরু হবে ৭৯তম সন্তোষ ট্রফির মূল পর্বের খেলা। ১২ দল নিয়ে খেলা হবে। দু’টি গ্রুপে ভাগ করে গ্রুপ বিন্যাস ঘোষণা করা হয়েছে। সন্তোষ ট্রফির মূল পর্বের গ্রুপ বিন্যাস= গ্রুপ এ: বাংলা, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড, রাজস্থান এবং অসম। গ্রুপ বি: কেরল, সার্ভিসেস, পাঞ্জাব, ওড়িশা, রেলওয়ে এবং মেঘালয়। গতবারের চ্যাম্পিয়ন বাংলা মূল পর্বের ম্যাচগুলি খেলবে ডিব্রুগড়ে। উল্লেখ্য, ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে গ্রুপ পর্বের খেলা।
