IPL 2025 | কোচের কোপে সঞ্জু, চোট সমস্যায় আইপিএল থেকে বাদ পড়তে পারেন স্যামসন! বিপাকে রাজস্থান

Saturday, April 19 2025, 2:42 am
highlightKey Highlights

চাপ আরও বাড়তে পারে রাজস্থানের জন্য। চোটের জন্য আইপিএল থেকে ছিটকে যেতে পারেন সঞ্জু স্যামসন।


বিপাকে রাজস্থান রয়্যালস। এখনও অবধি আইপিএলের ৭ ম্যাচে মাত্র ৪ পয়েন্টে থমকে আছে তারা। এদিকে মরশুমের প্রথম তিনটি ম্যাচে আঙুলের চোটের কারণে খেলতে পারেননি সঞ্জু স্যামসন। সেসময় রাজস্থানকে নেতৃত্ব দিয়েছিলেন রিয়ান পরাগ। সঞ্জু ফিরলেও ফলাফল বিশেষ বদলায়নি। এদিকে বৃহস্পতিবার দিল্লির বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে বল লেগে বুকে চোট পেয়েছেন তিনি। সুপার ওভারের সময় কোচ দ্রাবিড়কে এড়িয়ে যান তিনি। ফলে সবমিলিয়ে সঞ্জুর আইপিএল থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা বাড়ছে বলেই মত বিশেষজ্ঞ মহলের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File