R G Kar | সঞ্জয়ের ঘাড়ে খুনের দায় চাপাতেই সেমিনার রুমে ডাকা হয়েছিল? সন্দেহ সিবিআইয়ের
Saturday, September 21 2024, 2:01 pm

এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তদন্তকারী আধিকারিকদের সন্দেহ, সঞ্জয় রায়ের ঘাড়ে খুনের দায় চাপাতেই সেমিনার রুমে ডাকা হয়েছিল তাকে।
সঞ্জয় রায়কে কী ফাঁসানো হচ্ছে? এমনটাই সন্দেহ করছে সিবিআই। এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তদন্তকারী আধিকারিকদের সন্দেহ, সঞ্জয় রায়ের ঘাড়ে খুনের দায় চাপাতেই সেমিনার রুমে ডাকা হয়েছিল তাকে। রিপোর্টে দাবি করা হয়েছে, আরজি কর হাসপাতালের ওই তরুণী চিকিৎসককে খুন করে পরে তদন্তের নজর ঘোরাতে ধর্ষণের পরিকল্পনা ছকা হয়েছিল। এই আবহে সন্দীপের নারকো অ্যানালিসিস টেস্ট ও অভিজিতের পলিগ্রাফ টেস্ট করানোর অনুমতি চেয়ে বিচারকের কাছে আবেদন করেন সিবিআইয়ের আইনজীবী।
- Related topics -
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- ক্রাইম
- শহর কলকাতা
- সিবিআই