RG Kar | সঞ্জয়কে আদালতে নিয়ে যাওয়া আসা করবে কালো কাচে ঢাকা 'বিশেষ' গাড়ি! বিনীত গোয়েলের নাম নেওয়ার জন্যই এই সিদ্ধান্ত?
Tuesday, November 12 2024, 12:45 pm

বিচারের দ্বিতীয় দিন 'বিশেষ' গাড়িতে আদালতে নিয়ে আসা হলো সঞ্জয় রায়কে। কালো কাচে ঢাকা থাকবে গাড়িটি। সঞ্জয়কে গাড়িতে তোলার পরই তুলে দেওয়া হবে কাচ।
আরজিকর কাণ্ডের বিচারপর্বের প্রথম দিন আদালত থেকে বেরিয়ে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের মন্তব্যে তৈরী হয়েছে বিতর্ক। তার মুখে শোনা যায় প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম। এরপরই বিচারের দ্বিতীয় দিন 'বিশেষ' গাড়িতে আদালতে নিয়ে আসা হলো সঞ্জয় রায়কে। কালো কাচে ঢাকা থাকবে গাড়িটি। সঞ্জয়কে গাড়িতে তোলার পরই তুলে দেওয়া হবে কাচ। ফলে গাড়ির মধ্যে থেকে মুখ বাড়িয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে পারবে না। এই আবহে প্রশ্ন, সঞ্জয়ের মন্তব্যে অস্বস্তির কারণেই কি এই সিদ্ধান্ত?
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।