R G Kar | ধৃত সঞ্জয়ের জামিন আবেদনের শুনানি শুরু হয়ে যাওয়ার পরও দেখা মিললো না CBIর আইনজীবির, 'বেল দিয়ে দেব?' ক্ষোভ প্রকাশ বিচারকের
পরে শিয়ালদহ আদালতে পৌঁছন সিবিআইয়ের লিগাল সেলের আইনজীবী। তিনি পৌঁছে ১৪ দিনের জেল হেফাজতের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেছে।
আরজি কর মামলায় সিবিআইয়ের আচরণে ক্ষোভ প্রকাশ করলেন বিশেষ সিবিআই আদালতের বিচারক। এদিন ধৃত সঞ্জয়ের জামিনের আবেদন করেন আইনজীবী কবিতা সরকার। তার যুক্তি, ধৃত ব্যক্তি তিনি কলকাতার স্থায়ী বাসিন্দা, কোনও বহিরাগত নন। এরপরেই সিবিআইয়ের আইনজীবির খোঁজ করলে তার দেখা মেলে না। ক্ষোভ প্রকাশ করে বিচারক বলেন, “এখনও সরকারি আইনজীবী রাস্তায়! কী করব? বেল দিয়ে দেব?“পরে শিয়ালদহ আদালতে পৌঁছন সিবিআইয়ের লিগাল সেলের আইনজীবী। তিনি পৌঁছে ১৪ দিনের জেল হেফাজতের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেছে।