RG Kar Case | জামিন পেলেন সন্দীপ ঘোষ! আরজিকরে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন কাণ্ডে জামিন আইসি অভিজিৎ মণ্ডলেরও
আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন কাণ্ডের ৯০ দিনের মাথায় জামিন পেয়ে গেলেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ!
আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন কাণ্ডের ৯০ দিনের মাথায় জামিন পেয়ে গেলেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ! জামিন পেলেন টালা থানার প্রাক্তন আইসি অভিজিৎ মণ্ডলও! এদিকে এখনও চার্জশিটই জমা দিতে পারেনি CBI। ২০০০ টাকার ব্যক্তিগত বন্ডে দু’জনকে জামিন দিয়েছে আদালত। তবে এক্ষুনি সন্দীপ ঘোষের জেলমুক্তি সম্ভব নয়। তবে আদালতের দেওয়া শর্ত মেনে চললে অভিজিৎ মণ্ডলের জেলমুক্তি হবে। অন্যদিকে, CBIর ভূমিকায় হতাশ 'তিলোত্তমা'র বাবা বললেন “উচ্চ আদালতে যেতে হবে এবার।”