Sandip Ghosh | 'ডাক্তার' নন সন্দীপ ঘোষ! নামের আগে 'ডাক্তার' লেখা নিয়ে কড়া পর্যবেক্ষণ হাইকোর্টের!
Tuesday, February 11 2025, 11:54 am
Key Highlightsসন্দীপ ঘোষের নামের আগে ডাক্তার লেখা নিয়ে কড়া পর্যবেক্ষণ বিচারপতি জয়মাল্য বাগচি’র ডিভিশন বেঞ্চের।
সন্দীপ ঘোষের নাম থেকে মুছলো 'ডাক্তার' লেখা! সন্দীপ ঘোষের নামের আগে ডাক্তার লেখা নিয়ে কড়া পর্যবেক্ষণ বিচারপতি জয়মাল্য বাগচি’র ডিভিশন বেঞ্চের। হাইকোর্টের বক্তব্য, ‘যেহেতু মেডিকেল কাউন্সিলের সিদ্ধান্তে সাসপেন্সনে সন্দীপ ঘোষ। তাই আদালত তাকে এখন নামের আগে চিকিৎসক হিসেবে দেখবে না’। অন্যদিকে, পিছিয়ে গেলো আরজিকর দুর্নীতি মামলার শুনানি। আদালতের তরফে বলা হয়, এই মামলায় বিচারপ্রক্রিয়ায় নথি জটিলতা রয়েছে। যার ফলে আরও ১ সপ্তাহ পিছোল চার্জফ্রেমের প্রক্রিয়া। ১ সপ্তাহ পর ফের মামলার শুনানি হাইকোর্টে।
- Related topics -
- শহর কলকাতা
- হাইকোর্ট
- কলকাতা হাইকোর্ট
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- দুর্নীতি

