R G Kar | 'নির্যাতিতার গোপনাঙ্গ থেকে সংগৃহীত নমুনা ঠিকমতো সংরক্ষণ করা হয়নি', প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কায় ফের পরীক্ষা করাতে চায় CBI
Monday, September 9 2024, 7:25 am

কোর্টে অভিযোগ ওঠে নির্যাতিতার গোপনাঙ্গ থেকে সংগৃহীত নমুনা ঠিকমতো সংরক্ষণ করা হয়নি।
আজ আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে ছিল শুনানি। সেখানে মৃতদেহের ময়নাতদন্তের চালান দেখতে চান প্রধান বিচারপতি। এরপর কোর্টে অভিযোগ ওঠে নির্যাতিতার গোপনাঙ্গ থেকে সংগৃহীত নমুনা ঠিকমতো সংরক্ষণ করা হয়নি। তা ৪ ডিগ্রি সেন্টিগ্রেডে রাখার কথা ছিল, তা হয়নি বলে দাবি আইনজীবীর। আর তাতেই প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কায় সিবিআই ফের পরীক্ষা করাতে চায়। এদিকে সিবিআইয়ের তরফেও জানানো হয়, ময়নাতদন্ত কখন করা হয়েছে, সেই সময়ের উল্লেখ নেই। যদিও রাজ্যের আইনজীবীর যুক্তি, সব কিছু উল্লেখ রয়েছে রিপোর্টে।