বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে উপস্থিত হেভিওয়েট তারকারা, শাহরুখ-সলমনদের সঙ্গে আমন্ত্রিত ছিলেন ঋতাভরী
Monday, April 18 2022, 3:48 pm
Key Highlightsকরোনার জেরে দু'বছর বন্ধ থাকার পর ফের বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে বসলো চাঁদের হাট, কারা ছিলেন নিমন্ত্রিত? দেখুন
বলিউডে বিখ্যাত বাবা সিদ্দিকির ইফতার পার্টি। করোনার জেরে দু'বছর বন্ধ থাকার পর ফের এই পার্টির আয়োজন হল। বন্ধুর নিমন্ত্রণ রক্ষা করতে এই পার্টিতে হাজির ছিলেন শাহরুখ খান।
শাহরুখের পাশাপাশি সলমন খানেরও প্রিয় বাবা সিদ্দিকি। পার্টিতে হাসিমুখেই পৌঁছে যান ভাইজান। এই পার্টিতেই তাঁর ও শাহরুখের দূরত্ব ঘুচেছিল। গোলাপি পোশাকে বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে হাজির হয়েছিলেন শিল্পা শেট্টি। প্রেমিক জ্যাকি বাগনানির সঙ্গেই পার্টিতে আসেন রকুলপ্রীত সিং। আরও অনেক তারকাই বিশেষ এই ইফতার পার্টির অঙ্গ হয়েছিলেন। শেহনাজ গিল, রেশমি দেশাই, হিনা খানও কাড়েন নজর।

মুম্বইয়ের এই হাই প্রোফাইল ইফতার পার্টির অতিথি হিসেবে দেখা গেল বঙ্গতনয়া অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকেও। সায়নী এবং তামান্না ভাটিয়ার সঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন তিনি।








