হোম আইসোলেশন-এ সলমন খান! করোনা আক্রান্ত হলেন অভিনেতার গাড়ির চালকসহ বাড়ির দুই কর্মচারী।

Thursday, November 19 2020, 6:53 am
হোম আইসোলেশন-এ সলমন খান! করোনা আক্রান্ত হলেন  অভিনেতার গাড়ির চালকসহ বাড়ির দুই কর্মচারী।
highlightKey Highlights

বলিউডের ভাইজান, সলমন খানের অন্দরমহলের ঢুকে পড়ল করোনা ভাইরাস। এবার সলমন খানের গাড়ির চালক অশোক এবং অভিনেতার বাড়ির দুই কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। জানা গেছে, তাঁরা স্থানীয় একটি হাসপাতালে ভর্তি। তারপরই অভিনেতা জানালেন, তিনি যাচ্ছেন সেলফ আইসোলেশনে। এছাড়াও সলমনের বাড়ি গ্যালাক্সির অন্য বাসিন্দারাও আইসোলেশনে যাচ্ছেন বলে জানিয়েছেন। যদিও অনুরাগীদের নিশ্চিন্ত করে অভিনেতার ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, সলমন ভালই আছেন। আপাতত বিগ বিস ১৪ নিয়ে ব্যস্ত সলমন। সবে শেষ করেছেন রাধের শ্যুটিং।এখন সলমন কেমন থাকেন, সেই দিকেই তাকিয়ে অনুরাগীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File