রাজ্যকলেজ বা বিশ্ববিদ্যালয়গুলির অনলাইন পঠনপাঠনে বিনামূল্যে সাহায্যের হাত বাড়াল সেন্ট জ়েভিয়ার্স এর
করোনাকালে এ রাজ্যে প্রথম অনলাইন পঠনপাঠন শুরু করেছিল সেন্ট জ়েভিয়ার্স বিশ্ববিদ্যালয়। এ বার অন্য কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলির দিকে অনলাইন পঠনপাঠনে বিনামূল্যে সাহায্যের হাত প্রসারিত করল তারা। রাজ্যের সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকের পরে বুধবারই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, অনলাইন পঠনপাঠনে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি দক্ষ হয়ে উঠেছে। যারা পারছে না, তাদের অন্যেরা সাহায্য করছে। আর পরদিনই সেন্ট জ়েভিয়ার্স বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিলেন, অনলাইন পঠনপাঠনে কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয় সাহায্য চাইলে তাঁরা তা করবেন। এ দিন উপাচার্য আরও জানান, রাজারহাটে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আশপাশের গ্রামগুলি থেকে কর্মহীনদের খুঁজে বার করে চাকরির জন্য তাঁদের ডিপ্লোমা কোর্স করানো হবে।