WHO | একাধিক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, হাসিনাকন্যা সায়মাকে সাসপেন্ড WHO!

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠাল WHO।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে কড়া WHO। এই বছরের শুরুতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ‘দুদক’ অভিযোগ করেন সায়মা তাঁর মায়ের প্রভাবেই WHOএর আঞ্চলিক প্রধান হয়েছিলেন। এছাড়াও সায়মার সংস্থা ‘সূচনা ফাউন্ডেশন’এর জন্য ২৮ মিলিয়ন ডলার অনুদান পেয়েছিলেন। সেই অনুদান কোথা থেকে এসেছে তা ও জানা যায়নি। এইসব দুর্নীতির অভিযোগের ভিত্তিতে সায়মাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠাল WHO। ‘হু’ প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস মেল করে এই খবর কর্মীদের জানিয়েছেন।
- Related topics -
- আন্তর্জাতিক
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- শেখ হাসিনা
- বাংলাদেশ
- সাসপেন্ড
- দুর্নীতি