Russia-Ukraine War । রাশিয়ার মিসাইলে গুড়িয়ে গেল ইউক্রেনের রাজধানী কিয়েভের সবথেকে বড় শিশু হাসপাতাল! মৃত অন্তত ৩৭, আহত ১৭০!

Tuesday, July 9 2024, 7:33 am
highlightKey Highlights

সোমবার ইউক্রেনে রাশিয়ার মিসাইল হানা চলে। নিশানা করা হয় রাজধানী কিয়েভের সবথেকে বড় শিশু হাসপাতালটিকে।


রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বলি অসংখ্য মানুষ, বাদ নেই শিশুও। সোমবার ইউক্রেনে রাশিয়ার মিসাইল হানা চলে। নিশানা করা হয় রাজধানী কিয়েভের সবথেকে বড় শিশু হাসপাতালটিকে। এই হামলার ঘটনায় মৃত্যু হয়েছে ৩৭ জনের। এরমধ্যে তিনজন শিশু। মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে ১৭০ জন। জানা গিয়েছে, একই দিন ইউক্রেনের কিয়েভ, নিপ্রো, স্লোভিয়ানস্ক, ক্রামাতোরস্ক, ক্রিভি রি – একাধিক শহরের উপর ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চলে। তবে ওখমাদিতের শিশু হাসপাতালের হামলার সবচেয়ে ভয়াবহ। হাসপাতালটির সমগ্র কাঠামো ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে অনেকে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File