Klyuchevskoy Volcano Erupts | ভূমিকম্প-সুনামির পর এবার অগ্ন্যুৎপাত! রাশিয়ায় জেগে উঠলো ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরি!

বুধবার ৮.৮ তীব্রতার শক্তিশালী ভূমিকম্পের পরই রাশিয়ার সুদূর পূর্বে অবস্থিত ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।
ভূমিকম্প, সুনামির পর এবার আসছে আরও বড় বিপর্যয়। জানা গিয়েছে, বুধবার ৮.৮ তীব্রতার শক্তিশালী ভূমিকম্পের পরই রাশিয়ার সুদূর পূর্বে অবস্থিত ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। রাশিয়ার ভূ তাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ক্লিউচেভস্কয় রাশিয়ার সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি। বুধবার ভূমিকম্পের পর সেই আগ্নেয়গিরির উপরে শক্তিশালী লাল আভা দেখা গিয়েছে। এমনকি পশ্চিম ঢাল বেয়ে ফুটন্ত লাল লাভা নেমে আসছে বলেও খবর। ইতিমধ্যে আগ্নেয়গিরির উপর উজ্জ্বল কমলা রঙের আগুনের সেই ছবিও ভাইরাল হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- রাশিয়া
- ভূমিকম্প
- ভূমিকম্প
- সুনামি
- আগ্নেয়গিরি
- প্রাকৃতিক দুর্যোগ