Russia Attack on Ukraine | সৌদিতে শান্তিরক্ষার বৈঠকের আগেই ইউক্রেনে ড্রোন হামলা রাশিয়ার! আদৌ হবে শান্তিচুক্তি?

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে ইতি টানতে আমেরিকার মধ্যস্থতায় সোমবার সৌদি আরবে বৈঠক ডাকা হয়েছে।
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে ইতি টানতে আমেরিকার মধ্যস্থতায় সোমবার সৌদি আরবে বৈঠক ডাকা হয়েছে। তবে সেই বৈঠকের আগেই কিয়েভ সহ ইউক্রেনের একাধিক শহরে ব্যাপক ড্রোন হামলা চালালো রাশিয়া! এই হামলায় মৃত্যু হয়েছে ৭ জনের। ইউক্রেনের তরফে জানানো হয়েছে, রবিবার রাতভর ইউক্রেনে ড্রোন হামলা চালায় রাশিয়া। ১৪৭টি ড্রোন হামলা চালানো হলেও ৯৭টি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দেওয়া হয় বলে দাবি ইউক্রেনের। এই হামলার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে সোমবার সৌদির এই শান্তি আলোচনা কতদূর বাস্তবায়িত হবে।