Cancer Vaccine | ক্যানসারের টিকা আবিষ্কারের দাবি রুশ বিজ্ঞানীদের, ব্যবহারের জন্যে প্রস্তুত ভ্যাকসিন

Sunday, September 7 2025, 5:04 pm
highlightKey Highlights

মরিয়া রাশিয়ার বিজ্ঞানীরা। তাদের দাবি, ক্যানসারের প্রতিষেধক টিকা আবিষ্কার করে ফেলেছেন তারা।


রাশিয়ার ফেডারেল মেডিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির প্রধান ভেরোনিকা স্কভোরৎসোভা জানিয়েছেন, ক্যান্সারের টিকা আবিষ্কার করেছেন তাঁরা। রুশ সংবাদসংস্থা তাস জানিয়েছে, যে ক্যানসারের টিকা তাঁরা আবিষ্কার করেছেন তাঁর নাম এন্টারোমিক্স। কোভিড ১৯ এর টিকার মতো ক্যানসারের টিকাও mRNA প্রযুক্তিতে তৈরি হয়েছে। এই mRNA ভ্যাকসিন শরীরের কোষে এক বিশেষ ধরণের প্রোটিন তৈরী করে যা ক্যানসারে আক্রান্ত কোষের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। তাঁরা জানিয়েছেন তিন বছর ধরে ভ্যাকসিনের কেমিকেল ট্রায়াল দিচ্ছিলেন তাঁরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File