Donald Trump | একমঞ্চে জিনপিং-পুতিন-কিম জং উন! ষড়যন্ত্র করা হচ্ছে!-অভিযোগ ট্রাম্পের
Wednesday, September 3 2025, 6:32 am

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে চিনের লড়াইয়ের ৮০ বছর পূর্তিতে আয়োজিত কুচকাওয়াজের সাক্ষী থাকতে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাশেই দেখা গেল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং-উনকে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে চিনের লড়াইয়ের ৮০ বছর পূর্তিতে কুচকাওয়াজের আয়োজন করেছিল চিন সরকার। আর এই অনুষ্ঠানেই চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাশেই এক সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেলো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং-উনকে। এরপরই চটলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন নিজের সোশাল মিডিয়াতে তিনি লিখলেন, ‘অনুগ্রহ করে ভ্লাদিমির পুতিন ও কিম জং-উনের কাছে আমার উষ্ণ অভ্যর্থনা পৌঁছে দেবেন। কেননা আপনারা সকলে মিলে আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।’
- Related topics -
- আন্তর্জাতিক
- রাষ্ট্রদূত
- রাশিয়া প্রেসিডেন্ট
- আমেরিকা
- আমেরিকা প্রেসিডেন্ট
- ডোনাল্ড ট্রাম্প
- চীন
- শি জিনপিং
- ভ্লাদিমির পুতিন
- দক্ষিণ কোরিয়া
- উত্তর কোরিয়া