ইউক্রেনে বোমা বিস্ফোরণে নিহত ভারতীয় পড়ুয়া, জানাল বিদেশ মন্ত্রক
Key Highlightsরাশিয়া-ইউক্রেন সংঘাতে এবার প্রাণ হারাল এক ভারতীয় পড়ুয়া, চিন্তায় ভারত সরকার ।
ইউক্রেনে রুশ হামলার মুখে পড়ে নিহত ভারতীয় পড়ুয়া। মঙ্গলবার (১লা মার্চ, ২০২২) খারকিভে বোমা বিস্ফোরণের ফলে একজন ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইতিমধ্যেই এই কথা জানিয়েছেন। ইউক্রেনে মৃত ভারতীয় পড়ুয়ার নাম নবীন শেখারাপ্পা জ্ঞানগউধর, তিনি উত্তর কর্নাটকের বাসিন্দা। নবীন মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন তিনি। নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে দোকানের লাইনে দাঁড়িয়ে ছিলেন নবীন। সেই মুহূর্তেই ওই জায়গায় আছড়ে পড়ে রুশ বোমা। এর ফলেই তাঁর মৃত্যু হয়।

গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আজ সকালে খারকিভে বিস্ফোরণের ফলে একজন ভারতীয় পড়ুয়া প্রাণ হারিয়েছে। মন্ত্রণালয় তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। আমরা পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই।
প্রসঙ্গত, ভারতীয়দের ইতিমধ্যেই সুরক্ষিত ভাবে ইউক্রেন থেকে বাইরে বের করে আনার দাবি জানিয়েছে ভারত সরকার। তাই ভারতের তরফ থেকে ইউক্রেনের বিদেশ মন্ত্রকের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। ইউক্রেনে এখনও আটকে রয়েছেন প্রায় হাজারেরও বেশি ভারতীয় পড়ুয়া। পড়ুয়াদের পরিবারের সদস্যরাও এই পরিস্থিতিতে যথেষ্ট দুশ্চিন্তা প্রকাশ করেছেন।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইউক্রেন
- ভারতীয়
- শান্তিতে বিশ্রাম








