গুরুতর অসুস্থ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী বছরের শুরুতেই ছাড়তে পারেন দায়িত্ব।
Saturday, November 7 2020, 12:26 pm
Key Highlights
পারকিনসন্স রোগে আক্রান্ত রুশ প্রেসিডেন্ট পুতিন, এই কারণেই তিনি আগামী বছরের জানুয়ারিতে দায়িত্ব ছাড়তে পারেন বলে জানা যায়। জানানো হয়েছে, স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগের কারণে তাঁর পরিবারের সদস্যরা ৬৮ বছরের পুতিনকে অবসর গ্রহণের আর্জি জানিয়েছেন। পুতিনের ৩৭ বছরের গার্লফ্রেন্ড অ্যালিনা কাবায়েভা ও দুই কন্যা তাঁকে দায়িত্ব ছাড়তে চাপ দিচ্ছেন বলে খবর। মস্কোর রাজনৈতিক বিশেষজ্ঞ ভালেরি সোলোভেইকে উদ্ধৃত করে নিউইয়র্ক পোস্টে প্রকাশিত প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।সোলোভেই জানিয়েছে, রুশ প্রেসিডেন্টের ওপর পরিবারের বেশ ভালো প্রভাব রয়েছে। আগামী জানুয়ারিতেই ক্ষমতা হস্তান্তরের ঘোষণা করতে পারেন তিনি।
- Related topics -
- আন্তর্জাতিক
- রাশিয়া
- রাশিয়া প্রেসিডেন্ট
- ভ্লাদিমির পুতিন
- পারকিনসন্স