আন্তর্জাতিক

Russia-Ukraine War | ইউক্রেনকে লক্ষ্য করে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

Russia-Ukraine War | ইউক্রেনকে লক্ষ্য করে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া
Key Highlights

বৃহস্পতিবার সকালে রাশিয়ার অস্ত্রখান এলাকা থেকে ছোড়া হয়েছে ওই মিসাইল।

প্রথমবার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র চালাল রাশিয়া। বৃহস্পতিবার সকালে রাশিয়ার অস্ত্রখান এলাকা থেকে ছোড়া হয়েছে ওই মিসাইল। এই হামলা নিয়ে রাশিয়ার তরফে কিছু বলা হয়নি। তবে ইউক্রেনের বায়ুসেনার তরফে জানানো হয়, “রাশিয়ার অস্ত্রখান থেকে একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।” জানা গিয়েছে, এই হামলায় RS 26 Rubezh মিসাইল ব্যবহার করেছে রাশিয়া। সাধারণ বিস্ফোরকের পাশাপাশি পরমাণু বোমাও বহন করতে পারে এই মিসাইল। প্রায় সাড়ে পাঁচ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এই মিসাইল।