Russia | যুদ্ধের জন্য ১২৬ বিলিয়ান ডলার বরাদ্দ করলো রাশিয়া! গত বারের তুলনায় ২৮ বিলিয়ান ডলার বাড়লো বাজেট
তথ্য অনুযায়ী, ২০২৫ ও ২৬ অর্থবর্ষের প্রতিরক্ষা খাতে ১২৬ বিলিয়ান ডলার বরাদ্দ করলো রাশিয়া।
অব্যাহত রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। এরই মধ্যে প্রতিরক্ষা খাতে রেকর্ড বাজেট ঘোষণা করল পুতিন সরকার। তথ্য অনুযায়ী, ২০২৫ ও ২৬ অর্থবর্ষের প্রতিরক্ষা খাতে ১২৬ বিলিয়ান ডলার বরাদ্দ করলো রাশিয়া। অর্থাৎ যুদ্ধের জন্য মোট বাজেটের ৩২.৫ শতাংশই প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে। গত বারের তুলনায় ২৮ বিলিয়ান ডলার বাজেট বাড়ানো হয়েছে এবার। জানা গিয়েছে, ব্যয় সাপেক্ষ লম্বা যুদ্ধের কথা মাথায় রেখেই প্রতিরক্ষা খাতের বাজেট বিপুল পরিমাণে বাড়িয়েছে পুতিন সরকার।