রাজ্যভোট পরবর্তী ‘সন্ত্রাস’ খুঁজতে রাজ্যে উপস্থিত জাতীয় মানবাধিকার কমিশন
বিধানসভা নির্বাচন ২০২১-এর পরে রাজ্যে বেশকিছু জায়গায় বিজেপি কর্মীদের অত্যাচারের প্রসঙ্গ ওঠে। বিরোধী দলের বক্তব্য অনুযায়ী, শাসিত দল অর্থাৎ তৃণমূল বিজেপি কর্মী ও তাদের পরিবারের ওপর অত্যাচার করেছে। এই প্রসঙ্গে বৃহস্পতিবার শিলিগুড়িতে উপস্থিত হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের আট সদস্যের এবং কলকাতায় তিন সদস্যের বিশেষ দল। তাঁরা ভোট পরবর্তী হিংসায় আহত ও নিহত বিজেপি কর্মীদের প্রত্যেকের বাড়ি গিয়ে তাদের সমস্যার কথা শুনেছেন। এবিষয়ে শাসিত দলের বক্তব্য, এটি বিরোধী দলের চক্রান্ত।