RSS প্রধান মোহন ভাগবত করোনা আক্রান্ত, আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি
Saturday, April 10 2021, 6:38 am
Key Highlightsকরোনা আক্রান্ত সরসঙ্ঘ প্রধান মোহন ভাগবত। শুক্রবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। RSS সূত্রের খবর, আপাতত তিনি নাগপুর হাসপাতালে ভর্তি। সংগঠনের তরফে একটি টুইটে শুক্রবার বলা হয়, 'রাষ্ট্রীয় সয়ংসেবক সঙ্ঘের চালক ড. মোহন ভাগবত করোনা পজেটিভ। করোনার বিভিন্ন উপসর্গ রয়েছে তাঁর শরীরে। আপাতত তিনি নাগপুরের কিংসওয়ে হাসপাতালে ভর্তি। সেখানে তিনি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রয়েছেন।' তাৎপর্যপূর্ণভাবে ৭ মার্চ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন মোহন ভাগবত।
- Related topics -
- দেশ
- মোহন ভাগবত
- কোভিড ১৯
- কোভিড পজিটিভ

