Delhi Station Stampede | ভুল ঘোষণার জন্যই পদপিষ্টের ঘটনা? নয়াদিল্লি স্টেশনের দুর্ঘটনা নিয়ে প্রাথমিক রিপোর্ট দিলো RPF!

রিপোর্ট অনুযায়ী, মাত্র দুঘণ্টা সময়ের মধ্যে চারটি ট্রেন ছিল নয়াদিল্লি স্টেশনে। এর উপর ভুল ঘোষণাও করা হয়।
নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে ১৮জনের। এবার এই ঘটনায় প্রাথমিক রিপোর্ট দিল RPF। তাতে আরও চাপে রেল কর্তৃপক্ষ। ওই রিপোর্ট অনুযায়ী, মাত্র দুঘণ্টা সময়ের মধ্যে চারটি ট্রেন ছিল নয়াদিল্লি স্টেশনে। এর উপর ভুল ঘোষণাও করা হয়। এর ফলে ভয়ংকর ভিড়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এর পরেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৮ জনের। রিপোর্টে আরও বলা হয়েছে, ঘণ্টায় গড়ে ১৫০০ জেনারেল টিকিট বিক্রি হয়েছিল সেদিন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, মূলত ভুল ঘোষণার জন্যই পদপিষ্টের ঘটনা ঘটে।
- Related topics -
- দেশ
- ভারত
- নয়াদিল্লি
- ভারতীয় রেল
- রেলওয়ে বোর্ড
- মহাকুম্ভ
- আরপিএফ