৭ বছরে প্রতি ত্রৈমাসিকে ২৮টি নতুন মডেলের বাইক বাজারে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে রয়্যাল এনফিল্ডের !

Friday, December 15 2023, 11:27 am
৭ বছরে  প্রতি ত্রৈমাসিকে ২৮টি নতুন মডেলের বাইক বাজারে নিয়ে আসার  পরিকল্পনা রয়েছে রয়্যাল এনফিল্ডের !
highlightKey Highlights

ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে আগামী বছর থেকে প্রতি ত্রৈমাসিকে একটি করে নতুন মডেল লঞ্চ করতে চলেছে মোটরসাইকেল প্রস্তুতকারক সংস্থা রয়্যাল এনফিল্ড। ইতিমধ্যেই দিসারি জানিয়েছেন যে এই মডেলগুলি ২৫০ থেকে ৭৫০ সিসি-র মধ্যে হবে।আগামী দিনে তাইল্যান্ড এবং ব্রাজিলে অ্যাসেম্বলিং ইউনিট খোলার পরিকল্পনাও করছেন তাঁরা। কোভিড পরিস্থিতির জন্য এনফিল্ডের বাজার খারাপ থাকলেও এখন সবই ঠিকঠাক। প্রতিবারের মতন অক্টোবরেই বুকিং করা যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File