রোজ ভ্যালি কর্তার স্ত্রী শুভ্রা কুন্ডু এবার গ্রেফতার সিবিআইয়ের হাতে
Friday, January 15 2021, 2:43 pm
 Key Highlights
Key Highlightsরোজ ভ্যালি-কাণ্ডে এ বার সিবিআই গ্রেফতার করল শুভ্রা কুন্ডুকে।রোজ ভ্যালির কর্তা গৌতম কুন্ডুর স্ত্রী। শুক্রবার বিকেলে তাঁকে গ্রেফতার করে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে আনা হয়েছে। তার আগে তাঁকে সিবিআইয়ের গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেছিলেন। সেখানে শুভ্রা বহু প্রশ্নের সদুত্তর দিতে পারেননি বলে অভিযোগ। ইচ্ছাকৃত ভাবে অনেক প্রশ্নের উত্তর এড়িয়েও যান বলে গোয়েন্দাদের সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, খুব শীঘ্রই শুভ্রাকে ভুবনেশ্বরে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করানো হবে। ভুঁইফোঁড় অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুন্ডুকে আগেই গ্রেফতার করেছে সিবিআই। ২০১৫ সাল থেকে জেলে তিনি। এই মামলায় শুভ্রা মুখ খুললে আরও অনেক প্রভাবশালীর নাম বেরিয়ে আসতে পারে বলে মনে করছে সিবিআই।
-  Related topics - 
- রাজ্য
- রোজ ভ্যালি
- শুভ্রা কুন্ডু
- গ্রেফতার
- সিবিআই

 
 