Cristiano Ronaldo । অবসর ঘোষণা করলেন ফুটবলার ক্রিশ্চিয়ানো? এটাই তাঁর শেষ ইউরো বলে জানালেন রোনাল্ডো!
Tuesday, July 2 2024, 6:03 am
Key Highlightsম্যাচ শেষ হওয়ার পরেই রোনাল্ডো জানান, ইউরো থেকে অবসর নিচ্ছেন তিনি, এটাই তাঁর শেষ ইউরো।
অবসর ঘোষণা করলেন কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সোমবার স্লোভেনিয়াকে টাইব্রেকারে হারিয়ে মেগা টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল। সেই ম্যাচে পেনাল্টি মিস করেন সিআর সেভেন। ম্যাচ শেষ হওয়ার পরেই রোনাল্ডো জানান, ইউরো থেকে অবসর নিচ্ছেন তিনি, এটাই তাঁর শেষ ইউরো। পরের ইউরোপ সেরার টুর্নামেন্টে পর্তুগালের জার্সিতে আর দেখা যাবে না রোনাল্ডোকে। এই ঘোষণার পরে জল্পনাতৈরী হয়েছে, তাহলে কি এবার দেশের জার্সি তুলে রাখার কথা ভাবছেন সিআর সেভেন?

