Rohit Sharma | "এভাবেও ফিরে আসা যায়!"- কেরিয়ারের গোধূলিবেলায় সেঞ্চুরিতে উজ্বল রোহিত শর্মা

Saturday, October 25 2025, 2:08 pm
highlightKey Highlights

দ্বিতীয় ওয়ানডে’তে ৭৩ রানের পর সিডনিতে সেঞ্চুরি করে আবারও জাত চেনালেন রোহিত শর্মা (Rohit Sharma)।


ফের নিজের জাত চেনালেন রোহিত শর্মা (Rohit Sharma)। অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডে’তে ৭৩ রানের লড়াকু ইনিংস উপহার দিয়েছিলেন তিনি। শনিবার অস্ট্রেলিয়ার দেওয়া ২৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একেবারে 'শর্মা জি কা বেটা' অবতারে ধরা দিলেন রোহিত। তিনটে ছক্কা হাঁকালেন। ছিল ১৩টা বাউন্ডারিও। তিন ম্যাচে তাঁর রান সংখ্যা ২০২। এমন অসামান্য ইনিংস উপহার দিয়ে রোহিত বললেন, “এখানে খেলতে সব সময়ই ভালো লাগে। ২০০৮ সালের স্মৃতি মনে পড়ছে। আমরা যত প্রশংসাই পাই না কেন, এখনও ক্রিকেট উপভোগ করি।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File