Australian Open | চিনের সঙ্গে জুটি বেধে প্রথম রাউন্ডেই জয় বোপান্নার! অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন ইন্ডো-চাইনিজ জুটি
Friday, January 17 2025, 9:47 am

চিনের সঙ্গে জুটি বেধে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে জয় আনলেন রোহন বোপান্না।
চিনের সঙ্গে জুটি বেধে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে জয় আনলেন রোহন বোপান্না। মিক্সড ডাবলসের ইভেন্টে শুক্রবার ভারতীয় টেনিস তারকা রোহন বোপান্না ও চিনের সুয়াং ঝ্যাং জুটি মুখোমুখি হয়েছিল ইভান দদিজ, ক্রিস্টিনা ম্লাডেনোভিচ জুটির। বোপান্না ঝ্যাংকে সঙ্গে করে ৬-৪, ৬-৪ ফলাফলে ম্যাচ যেতেন। এর ফলে তাঁরা পৌঁছলেন দ্বিতীয় রাউন্ডে । এর পরের প্রতিযোগিতার মার্কিন জুটি টেলর এবং হুগো বনাম ম্যাডিসন ও কুবারের ম্যাচে যে জুটি জয়ী হবে, তাঁদের বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে খেলতে নামবে বোপান্নারা।
- Related topics -
- খেলাধুলা
- অন্য খেলা
- টেনিস
- টেনিস টুর্নামেন্ট