Ballon d'or 2024 । সেরা ফুটবলারের খেতাব পেলেন রদ্রি! ব্যালন ডি’অর হাতছাড়া করে মুখ খুললেন ভিনিসিয়াস জুনিয়র

Tuesday, October 29 2024, 7:18 am
Ballon d'or 2024 । সেরা ফুটবলারের খেতাব পেলেন রদ্রি! ব্যালন ডি’অর হাতছাড়া করে মুখ খুললেন ভিনিসিয়াস জুনিয়র
highlightKey Highlights

জল্পনা ছিল ব্যালন ডি’অর পেতে পারেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু শেষে পাল্টে যায় সব।


ব্যালন ডি’অর পেলেন ম্যাঞ্চেস্টার সিটির রদ্রি। ২০২৪র সেরা ফুটবলার হলেন তিনি। জল্পনা ছিল ব্যালন ডি’অর পেতে পারেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু শেষে পাল্টে যায় সব। এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন ভিনিসিয়াস জুনিয়র। সোশ্যাল মাধ্যমে তিনি লেখেন, ‘আমাকে পেতে গেলে ১০ গুণ পরিশ্রম করতে হবে। ওরা তৈরি নয় আমার জন্য।’ উল্লেখ্য, রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। এনেছিলেন দ্বিমুকুটও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File