Chenab Rail Bridge | ১২০ বছর নিশ্চিন্তে টিকে থাকবে চেনাব রেল ব্রিজ, নেপথ্যে ইঞ্জিনিয়ার জি মাধবী লাথা!
Friday, June 6 2025, 11:50 am
Key Highlightsযাদের পরিশ্রমের জন্য এই ব্রিজ দাঁড়িয়েছে, সেই টিমের অন্যতম সদস্য হলেন রক ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের প্রফেস জি মাধবী লাথা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হলো চেনাব রেল ব্রিজের। চন্দ্রভাগা (চেনাব) নদীর জলস্তর থেকে ৩৫৯ মিটার উঁচু এই রেল ব্রিজ কাটরা এবং কাজিগুন্ডের মধ্যে দুটি পাহাড়কে যুক্ত করেছে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরী হয়েছে এই রেল ব্রিজ। এই সেতু আগামী ১২০ বছর নিশ্চিন্তে টিকে থাকবে বলে দাবি নির্মাতাদের। আর যাদের পরিশ্রমের জন্য এই ব্রিজ দাঁড়িয়েছে, সেই টিমের অন্যতম সদস্য হলেন রক ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের প্রফেস জি মাধবী লাথা।
- Related topics -
- দেশ
- ভারত
- জম্মু-কাশ্মীর
- ভারতীয় রেল
- রেলওয়ে বোর্ড
- রেল মন্ত্রক
- ইঞ্জিনিয়ার

