ঋতুপর্ণার বিমান-বিতর্কে নতুন মোড়

Thursday, March 31 2022, 9:19 am
highlightKey Highlights

‘আপনার অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী আমরা।'-নির্দিষ্ট সেই বিমান সংস্থার তরফে টুইট করে ক্ষমা চাওয়া হয়েছে।


নির্দিষ্ট সময়ে বিমান না ধরতে পারার কারণে সোমবার থেকে শিরোনামে ঋতুপর্ণা সেনগুপ্ত। টলি নায়িকা ফেসবুকে অভিযোগ জানিয়েছিলেন, মিনিট খানেক দেরি করে আসায় তাঁর বোর্ডিং গেট বন্ধ করে দেওয়া হয় এবং তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়নি। তাঁর কথায়, ৪০ মিনিট ধরে বচসা, কান্নাকাটি করার পরেও কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে ছাড়াই উড়ে যায় আমদাবাদের বিমান। সেখানে শ্যুটিং ছিল তাঁর। ফলে অনেক অসুবিধায় পড়তে হয় তাঁকে।

Trending Updates

আপনার অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী আমরা। অনেক বার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে কিন্তু কোনও ভাবে সফল হইনি। আপনার সুবিধামতো একটা সময় বলুন, আপনাকে আমরা যোগাযোগ করে কথা বলে নেব।

বিমান সংস্থার তরফে টুইট 
কী ঘটেছিল সে দিন?
কী ঘটেছিল সে দিন?

নায়িকার পোস্টের তলায় বিমান সংস্থার আর এক কর্মী জানিয়েছেন, খুব তাড়াতাড়ি তাঁদের সংস্থার তরফে যোগাযোগ করা হবে ঋতুপর্ণাকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File