Richa Ghosh | বিশ্বজয়ী রিচাকে স্বাগত জানাতে সাজছে শিলিগুড়ি, ঘরের মেয়েকে পুলিশের চাকরির প্রস্তাব রাজ্যের!
Thursday, November 6 2025, 5:37 pm
Key Highlightsবিশ্বকাপ জয়ের পরেই আরও একটা সুখবর। পুলিশে চাকরি পাচ্ছেন রিচা ঘোষ।
শুক্রে শিলিগুড়িতে নিজের বাড়ি ফিরছেন বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার রিচা ঘোষ। বিমানবন্দর থেকে হুড খোলা গাড়িতে রিচাকে বাড়িতে আনবেন খোদ শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বাড়ি থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত রেড কার্পেট পেতে গার্ড অফ অনার দিয়ে তাকে মঞ্চে সম্বর্ধনা দেওয়া হবে। ইতিমধ্যেই ব্যানার ও ফেস্টুনে সেজে উঠেছে শিলিগুড়ির রাস্তা। রিচার বাবা মানবেন্দ্র ঘোষ জানিয়েছেন, রাজ্য সরকার থেকে পুলিশের চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে ক্রিকেটারকে। এদিন তিনি বলেন, ‘একটা প্রস্তাব এসেছে। রিচা শুক্রবার ফিরছে। ও ফিরলে তারপর আলোচনা করব’।
- Related topics -
- খেলাধুলা
- রিচা ঘোষ
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেট
- ক্রিকেটার
- মহিলা ক্রিকেটার
- ভারত মহিলা জাতীয় ক্রিকেট দল
- রাজ্য
- শিলিগুড়ি
- পশ্চিমবঙ্গ

