Kalipuja 2024 | মা কালীর হাতে সন্দীপ ঘোষের 'মুন্ডু'! "জাস্টিস ফর আরজি কর" থিম কালী পুজোয় চমক
Friday, November 1 2024, 8:55 am
Key Highlightsগড়বেতার চন্দ্রকোনা রোডে রেনেসাঁস পুজো কমিটির উদ্যোগে আয়োজিত কালীপুজোর এ বছরের থিম "জাস্টিস ফর আরজি কর"।
'সন্দীপাসুরে'র পর এবার মা কালীর হাতে সন্দীপ ঘোষের 'মুন্ডু'! এমনই কালীর প্রতিমা দেখা গেলো পশ্চিম মেদিনীপুর জেলায়। গড়বেতার চন্দ্রকোনা রোডে রেনেসাঁস পুজো কমিটির উদ্যোগে আয়োজিত কালীপুজোর এ বছরের থিম "জাস্টিস ফর আরজি কর"। ওই হাসপাতালের আদলেই তৈরি করা হয়েছে মণ্ডপ,আর মা কালীর ধরে রেখেছেন সন্দীপ ঘোষের মূর্তির চুলের মুঠি। প্রতিমার চারপাশে রয়েছে ডাক্তার নার্সদের মূর্তিও! প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব গোটা বিশ্ব। সেই প্রতিবাদকেই আরও জোড়ালো করতে এমন উদ্যোগ বলে জানিয়েছে পুজো কমিটি।
- Related topics -
- কালীপূজা
- পুজো ও উৎসব
- উৎসব ২০২৪
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- রাজ্য
- পশ্চিমবঙ্গ

