R G Kar Case | তদন্তের অগ্রগতি কতটা? উত্তর জানতে CBI-এর ডিরেক্টরেটের সঙ্গে দেখা করবেন 'তিলোত্তমা'র বাবা-মা!

Thursday, February 27 2025, 8:47 am
highlightKey Highlights

তদন্ত কতদূর জানতে চায় আরজিকর ধর্ষণ ও খুন কাণ্ডের নির্যাতিতার মা ও বাবা। কিন্তু কিছুতেই যোগাযোগ রাখছে না CBI।


তদন্ত কতদূর জানতে চায় আরজিকর ধর্ষণ ও খুন কাণ্ডের নির্যাতিতার মা ও বাবা। কিন্তু কিছুতেই যোগাযোগ রাখছে না CBI। এমনকী ফোন করলে সেই ফোনও তুলছে না। এবার উত্তর পেতে দিল্লি যাচ্ছেন 'তিলোত্তমা'র বাবা ও মা। CBIর ডিরেক্টরেটের সঙ্গে দেখা করবে নির্যাতিতার পরিবার। 'তিলোত্তমা'র বাবা বলেন, “সুপ্রিম কোর্টে আমাদের আইনজীবী করুণা নন্দীর সঙ্গে দেখা করতে যাচ্ছি। শিয়ালদহ আদালতে আমাদের লিগ্যাল টিমও যাচ্ছেন। সিনিয়র কয়েকজন চিকিৎসক যাচ্ছেন। মামলা যাতে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টাও করা হবে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File