শহর কলকাতা

R G Kar | আরজিকর ধর্ষণ-খুন কাণ্ডের ১ বছর, আজই রাত দখলের ডাক WBJDF-এর! কোথায় রয়েছে কর্মসূচি?

R G Kar | আরজিকর ধর্ষণ-খুন কাণ্ডের ১ বছর, আজই রাত দখলের ডাক WBJDF-এর! কোথায় রয়েছে কর্মসূচি?
Key Highlights

রাত পোহালেই ৯ আগস্ট, আর জি কর ধর্ষণ ও খুন কাণ্ডের এক বছর। সেই মর্মে আজ, শুক্রবার রাত দখলের ডাক দিয়েছে WBJDF

রাত পোহালেই ৯ আগস্ট, আর জি কর ধর্ষণ ও খুন কাণ্ডের এক বছর। সেই মর্মে আজ, শুক্রবার রাত দখলের ডাক দিয়েছে WBJDF। রাত ৯টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হবে মশাল মিছিল, এই মিছিল শ্যামবাজার পর্যন্ত যাবে। জানা গিয়েছে, শ্যামবাজারেই তাঁরা অবস্থান করবেন আন্দোলনকারীরা। ভোর চারটে পর্যন্ত হবে এই কর্মসূচি। এরপরের দিন অর্থাৎ শনিবার রাখি বন্ধন কর্মসূচি আয়োজন করা হবে। এছাড়াও আজ রাতে একাধিক কর্মসূচি রয়েছে। শ্যামবাজার থেকে একটি মিছিল শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে ৯ অগস্টই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নির্যাতিতার মা বাবা।