RG Kar Case Hearing | শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত আরজিকর মামলার শুনানি, কবে কোথায় হবে রায়দান?
আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের পর কেটে গেছে পাঁচ মাস ন'দিন। আগামীকাল, ১৮ই জানুয়ারি শনিবার শিয়ালদা কোর্টে এই মামলার রায় ঘোষণা হবে।
আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের পর কেটে গেছে পাঁচ মাস ন'দিন। হয়েছে রাতদখল, জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন, মশাল বিক্ষোভ। তবু সুবিচার এখনো অধরাই। আগামীকাল, ১৮ই জানুয়ারি শনিবার শিয়ালদা কোর্টে এই মামলার রায় ঘোষণা হবে। রায়দান করবেন বিচারপতি অনির্বাণ দাসের বেঞ্চ। সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য। এখনো অবধি এই মামলায় একমাত্র সঞ্জয় রায়ের বিরুদ্ধেই চার্জশিট দিয়েছে CBI। এই চার্জশিটের ভিত্তিতে মামলার চার্জ গঠন করে বিচারপ্রক্রিয়া চলবে।