RG Kar | ফের শিরোনামে আরজিকর হাসপাতাল! ডোমদের 'তান্ডবে'র জেরে সারাদিন বন্ধ থাকলো আরজিকরের মর্গ
Friday, November 22 2024, 2:55 pm
Key Highlightsডোমদের মারামারির জেরে মর্গের কম্পিউটারও ভাঙচুর করা হয়। এর ফলে মর্গে ময়নাতদন্ত প্রক্রিয়া এবং দেহ পরিবারের হাতে হস্তান্তর প্রক্রিয়াও সকাল থেকে বন্ধ ছিল।
এখনও বিচার মেলেনি 'তিলোত্তমা' ধর্ষণ ও খুন কাণ্ডের। এরই মাঝে আরও একবার শিরোনামে আরজিকর! আজ সকাল থেকে দীর্ঘক্ষণ বন্ধ এই সরকারি হাসপাতালের মর্গ। জানা গিয়েছে, ডোমদের মারামারির জেরে মর্গের কম্পিউটারও ভাঙচুর করা হয়। এর ফলে মর্গে ময়নাতদন্ত প্রক্রিয়া এবং দেহ পরিবারের হাতে হস্তান্তর প্রক্রিয়াও সকাল থেকে বন্ধ ছিল। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার রাতেই ডোমেদের মধ্যে মারামারির হয়। এই ঘটনায় টালা থানায় অভিযোগ দায়ের করা হয় এবং মারামারিতে জড়িত ডোমদের থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
- Related topics -
- শহর কলকাতা
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- মর্গ
- পুলিশ
- কলকাতা পুলিশ

