RG Kar Corruption | আর জি করের আর্থিক দুর্নীতি নিয়ে তৎপর CBI, বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়ের বাড়ি চললো তল্লাশি

সিবিআই সূত্রে খবর, আর জি করের আর্থিক দুর্নীতি সংক্রান্ত কিছু নথির খোঁজে এই তল্লাশি।
আর জি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি নিয়ে নড়েচড়ে বসলো সিবিআই। সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন চিকিৎসক বিধায়ক সুদীপ্ত রায় সেখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন। শনিবার আর্থিক দুর্নীতি সংক্রান্ত কিছু নথির খোঁজে শ্রীরামপুরে সুদীপ্ত রায়ের সিঁথির মোড়ের বাড়িতে তল্লাশি চালায় সিবিআইয়ের প্রতিনিধিদল। তল্লাশি চলে বাড়ি লাগোয়া নার্সিংহোমেও। সিবিআইয়ের অভিযোগ, চেয়ারম্যান থাকাকালীন আরজিকরের আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। উল্লেখ্য, আগেও একবার তাঁর সিঁথির বাড়ি ও নার্সিংহোমে তল্লাশি চালিয়েছিল সিবিআই।