RG Kar Case | অসুস্থ ভাইয়ের চিকিৎসার অজুহাতে টাকা তুলতেন আখতার! পাঠাতেন স্ত্রী-র অ্যাকাউন্টে! আর জি কর দুর্নীতি মামলায় জানালো CBI
Friday, December 5 2025, 3:50 am
Key Highlightsচার্জশিটে সিবিআইয়ের দাবি, ‘ঘুষ ও কাটমানি’র যাবতীয় টাকা স্ত্রীর অ্যাকাউন্টেই পাঠাতেন আখতার আলি।
আর জি কর দুর্নীতি মামলায় তদন্ত শেষ হয়েছে। হাসপাতালের ডেপুটি সুপার অভিযুক্ত আখতার আলিকে আগামী ১৬ই ডিসেম্বর সমন পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আর্থিক দুর্নীতির চার্জশিটে সিবিআই জানিয়েছে, অসুস্থ ভাইয়ের চিকিৎসা ও ঋণ মেটানোর নাম করে এক ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ ৩৯ হাজার টাকা আত্মসাৎ করে আখতার। এছাড়াও ‘ঘুষ ও কাটমানি’ হিসেবে পাওয়া যাবতীয় টাকা স্ত্রী কাশ্মীরি বেগমের অ্যাকাউন্টে পাঠাতেন আখতার আলি। সন্দীপ ঘোষের সঙ্গে বন্ধুত্ব এবং ঘনিষ্টতায় চিড় ধরতেই তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলতে শুরু করেন আখতার।
- Related topics -
- শহর কলকাতা
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- আর জি কর কান্ড
- মেডিক্যাল কলেজ হাসপাতাল
- আর্থিক প্রতারণা
- সিবিআই
- সিবিআই আদালত
- গ্রেফতার

