RG Kar Case | আরজিকর কাণ্ডের এক বছর, ৯ই অগাস্ট নবান্ন অভিযানের ডাক তিলোত্তমার মা-বাবার

ফের পথে নামার সিদ্ধান্ত নিলেন তিলোত্তমার মা-বাবা। আগামী ৯ অগস্ট শনিবার, তাঁরা ডাক দিয়েছেন নবান্ন অভিযানের।
আরজিকর কান্ডের এক বছর কেটে গিয়েছে। পরিবারের তরফে জানানো হয়েছে, কলকাতা পুলিশ এবং পরবর্তী সময়ে সিবিআই তদন্তের পরও তাঁরা সন্তুষ্ট নন। ন্যায় বিচারের দাবিতে আগামী ৯ অগাস্ট, শনিবার নবান্ন অভিযানের ডাক দিলেন তিলোত্তমার মা বাবা। ফের রাজপথে নামছেন তাঁরা। এই অভিযানে অংশ নেওয়ার জন্যে তাঁরা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন বাম, কংগ্রেস, বিজেপি, এসইউসিআই সহ একাধিক বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে। কোনো দলীয় ব্যানার ছাড়াই অভিযানে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন তাঁরা। যদিও শাসক দলের সঙ্গে যোগাযোগ করেননি তাঁরা।