Kalighat Abhijan | নবান্ন অভিযানের পর এবার কালীঘাট অভিযান, হাজরা মোড়ে ব্যারিকেড-জলকামান নিয়ে তৈরী পুলিশ!
Saturday, August 9 2025, 12:57 pm

ইতিমধ্যেই হাজরা মোড়ে ধীরে ধীরে আসতে শুরু করেছেন আন্দোলনকারীরা, নগরিক সমাজের অনেকে। তবে তৈরী পুলিশও।
আরজিকর কাণ্ডের এক বছর পূরণের দিনে, আজ সকাল থেকেই নবান্ন অভিযান নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি শহর কলকাতা ও হাওড়ায়। এরই মধ্যে আজ বিকেলেই আবার ‘কালীঘাট চলো’ অভিযানের ডাক। ইতিমধ্যেই হাজরা মোড়ে ধীরে ধীরে আসতে শুরু করেছেন আন্দোলনকারীরা, নগরিক সমাজের অনেকে। তবে তৈরী পুলিশও। তিনটি ব্যারিকেড তৈরি করা হয়েছে। সামনে রয়েছেন মহিলা পুলিশ। প্রস্তুত রয়েছে র্যাফ ও জলকামান। হাজরা থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যে রাস্তা গিয়েছে সেখানে সাদা পুলিশে ছয়লাপ। কার্যত পুলিশের ত্রিস্তরীয় নিরপত্তা রয়েছে হাজরা পার্কের কাছে।
- Related topics -
- শহর কলকাতা
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- কালীঘাট
- কলকাতা পুলিশ
- পুলিশ প্রশাসন
- পুলিশ
- রাজ্য পুলিশ
- নবান্ন অভিযান
- ধর্ষণ
- খুন