RG Kar case | পুনরায় শুনানি চান আরজিকরের নির্যাতিতার পরিবার, দাবি উঠবে হাইকোর্টে
Sunday, February 2 2025, 4:52 pm
![highlight](/img/target.png)
সঞ্জয় রায়ের ফাঁসি নয়, এবার রিট্রায়াল বা পুনরায় শুনানির দাবি তুলতে চলেছেন আর জি করের নির্যাতিতার বাবা মা। তাঁরা চান, পুনরায় মামলার ট্রায়াল শুরু করা হোক।
আর জি কর কাণ্ডে নয়া মোড়। পুনরায় শুনানির দাবি তুলবেন নির্যাতিতার বাবা মা। কলকাতা হাই কোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ৫ই ফেব্রুয়ারি। আর জি করের নির্যাতিতার পরিবারের হয়ে মামলা লড়বেন মালদহের আইনজীবী তড়িৎ ওঝা। রবিবার মামলা নিয়ে তাঁদের পরবর্তী পদক্ষেপ কী হবে, সেই সব বিষয়ে আলোচনা করতে মালদহে আইনজীবী তড়িৎ ওঝার বাড়ি গিয়েছিলেন নির্যাতিতার মা বাবা। তারপরই আইনজীবী জানান হাই কোর্টে মামলার রি ট্রায়ালের জোরালো দাবি তুলবেন তাঁরা।
- Related topics -
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- চিকিৎসক
- ধর্ষণ
- খুন
- আইনজীবী
- হাইকোর্ট
- কলকাতা হাইকোর্ট
- বিচারক