Afghanistan attacks Pak । গ্র্রাম ধ্বংসের বদলা? পাকিস্তান সীমান্তে হামলা আফগান তালিবান গোষ্ঠীর
Saturday, December 28 2024, 3:11 pm

আফগান পাকিস্তান সীমান্তে চড়ছে পারদ। শনিবার আফগান তালিবান গোষ্ঠী পাকিস্তানে হামলা চালিয়েছে বলে দাবি বহু রিপোর্টের।
আফগান পাকিস্তান দ্বন্ধে চড়ছে পারদ। গত সপ্তাহেই পাকিস্তানের এয়ারস্ট্রাইকে নিশ্চিহ্ন হয়েছিল আফগানিস্তানের একটি গোটা গ্রাম। এ ঘটনার বদলা নিতে শনিবার পাকিস্তানের একের পর এক পোস্টে আফগান তালিবান হামলা চালিয়েছে বলে খবর। সীমান্তবর্তী হাইপোথেটিক্যাল লাইনের বাইরে গিয়ে হামলা করেছে আফগানিস্তান, দাবি পাক সেনাদের। আফগানিস্তানে সংগঠিত হামলার বদলা হিসাবেই এই হামলা কি না, তা জানতে চাওয়া হলে, আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, ওই এলাকাকে তারা পাকিস্তানের ভূখণ্ড বলে মনেই করে না।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাকিস্তান
- আফগানিস্তান
- তালিবান
- হামলা
- সন্ত্রাসবাদী হামলা
- জঙ্গি হামলা
- দুষ্কৃতী হামলা
- মাওবাদী হামলা
- বিমান হামলা