সংক্রমণ সর্বাধিক বাড়ছে হোটেল, রেস্তরাঁ, জিমেই, গবেষণায় উঠে এল এমন তথ্য।
Thursday, November 12 2020, 11:48 am
Key Highlightsগত মার্চ থেকে মে মাস পর্যন্ত আমেরিকার বিভিন্ন শহরে গবেষণা চালিয়ে উদ্বেগজনক তথ্য পেয়েছেন স্ট্যানফোর্ড ও নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়। গবেষকরা ওই তিন মাসে আমেরিকার বিভিন্ন শহরের ৯ কোটি ৮০ লক্ষ মানুষের মোবাইল ফোনে তাঁদের গতিবিধি সংক্রান্ত ডেটা সংগ্রহ করেছিলেন। সেখান থেকেই গবেষকরা জানতে পেরেছেন আমেরিকার ওই শহরগুলিতে গত মার্চ থেকে মে মাসের মধ্যে মোবাইল ফোনের ওই সব গ্রাহক কোথায় কোথায় গিয়েছিলেন, তাঁরা সেই সব জায়গায় কত ক্ষণ থেকেছিলেন, তাঁরা কত জনের সঙ্গে মিশেছিলেন এবং কাদের কাদের সঙ্গে দেখা করেছিলেন বা তাঁদের কাছাকাছি পৌঁছেছিলেন। জানা যাচ্ছে হোটেল, রেস্তরাঁ ও জিমন্যাসিয়াম ফের চালু হলেই কোবিড সংক্রমণ আরও দ্রুত হারে বা়ড়ছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- আমেরিকা
- কোভিড ১৯
- করোনা ভাইরাস

