দোল পূর্ণিমায় হঠাৎ এক বিলাসবহুল হোটেলে আগুন, আতঙ্কিত এলাকাবাসী
ই এম বাইপাসের এক বিলাসবহুল হোটেলের ২৩ তলা থেকে ধোঁয়া বেরোতে দেখেই নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয় আবাসিকদের।
আজ ৭ই মার্চ, গোটা দেশ জুড়ে আজ সকলে দোলের রঙে মেতে উঠেছে। এতো আনন্দের মধ্যে দিন সকাল ১০টা নাগাদ মাঠপুকুর এলাকায় বাইপাসের ধারে এক বিলাসবহুল হোটেলের ২৩ তলার সার্ভার রুম থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে দেখা যায়। সঙ্গে সঙ্গে ওই তলের আবাসিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়। ছুটে আসে দমকলের দু’টি ইঞ্জিন, প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, এই অগ্নিকাণ্ডের উৎসস্থল এখনও জানা যায়নি।
ধোঁয়া দেখার সাথে সাথে গোটা হোটেলের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়। এমনকি কিছু সময়ের জন্য হোটেলের বিদ্যুৎ সরবরাহও বন্ধ ছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ২০ এবং ২১ তলার সমস্ত আবাসিককেও অন্যত্র সরিয়ে আনা হয়।
- Related topics -
- কোলকাতা
- অগ্নিকান্ড
- ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস
- দোল উৎসব