Repo Rate | পাঁচ বছরে প্রথম বার কমলো সুদের হার! রেপ রেট কমালো রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঋণনীতি কমিটি

Friday, February 7 2025, 7:29 am
highlightKey Highlights

গত পাঁচ বছরে এই প্রথম বার সুদের হার কমালো রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঋণনীতি কমিটি।


গত পাঁচ বছরে এই প্রথম বার সুদের হার কমালো রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঋণনীতি কমিটি। রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা করেছেন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা। ৫ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলেছে রিজ়ার্ভ ব্যাঙ্কের ঋণনীতি কমিটির বৈঠক। সেখানে উপস্থিত অধিকাংশ সদস্যই রেপো রেট কমানোর পক্ষে ভোট দিয়েছেন । ৬.৫ শতাংশ থেকে কমে নতুন রেপো রেট হলো ৬.২৫ শতাংশ। রেপো রেট কমার জেরে EMI এর খরচা কমতে পারে বলে জানাচ্ছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। বিভিন্ন ধরনের লোন আরও সস্তা হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File