ATM Charge | ATM টাকা তোলা হয়ে যাবে ব্যয়বহুল! টাকা তোলার ফি বাড়াতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া

Wednesday, February 5 2025, 9:51 am
highlightKey Highlights

৫বার এটিএম থেকে টাকা তোলার পর থেকে নগদ উত্তোলনের চার্জ বাড়তে চলেছে।


বাড়তে পারে এটিএম থেকে টাকা তোলার খরচ! বর্তমানের নিয়ম অনুযায়ী, এটিএম থেকে প্রতি মাসে ৫ বার বিনামূল্যে টাকা তোলা যায়। এরপরে টাকা তোলার ক্ষেত্রে সার্ভিস চার্জ লাগে। কিন্তু শোনা যাচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া নাকি এটিএম থেকে টাকা তোলার ফি বা সার্ভিস চার্জ বাড়াতে চলেছে। সূত্রের খবর, ৫বার এটিএম থেকে টাকা তোলার পর থেকে নগদ উত্তোলনের চার্জ বাড়তে চলেছে। NPCI এই ফি বাড়িয়ে ২২ টাকা করার সুপারিশ করেছে। পাশাপাশি নগদ লেনদেনের জন্য এটিএম ফি ১৭ টাকা থেকে বাড়িয়ে ১৯ টাকা করার সুপারিশ করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File